ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০১:৪৯:২৪

উচ্চ রক্তচাপ কি চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব?

| ১ বৈশাখ ১৪২৫ | Saturday, April 14, 2018

 

ছবি : সংগৃহীত

উচ্চ রক্তচাপ দুই ধরনের হয়। এর মধ্যে একটি চিকিৎকসার মাধ্যমে নির্মূল করা গেলেও আরেকটি নির্মূল করা যায় না।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৫৭তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ শফিকুর রহমান পাটওয়ারী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : উচ্চ রক্তচাপ কি চিকিৎসার মাধ্যমে নির্মূল করা সম্ভব?

উত্তর : উচ্চ রক্তচাপ দুই ধরনের রয়েছে। একটি হলো প্রাইমারি বা এসেনসিয়াল হাইপার টেনশন। সেটি হলো ৯৫ ভাগ ক্ষেত্রে। আর পাঁচ ভাগ হলো সেকেন্ডারি। সেকেন্ডারি উচ্চ রক্তচাপই একমাত্র নির্মূল করা সম্ভব। যেমন কোয়াকটেশন অব দ্যা অ্যায়োটা, বিভিন্ন টিউমার, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েডের সমস্যা বা কোনো ওষুধ খাওয়া (যেমন ওরাল কনট্রাসেপটিভ পিল, স্টেরয়েড)- এ ধরনের কারণে উচ্চ রক্তচাপ হলে নির্মূল করা সম্ভব। সেগুলো পুরোপুরি নির্মূল হয়ে যাবে।

তবে বেশিরভাগ ক্ষেত্রে, ৯৫ ভাগ ক্ষেত্রে নির্মূল করার জন্য কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে ওষুধের মাধ্যমে এবং জীবনযাপনের ধরনের মাধ্যমে। তাকে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং এর ক্ষতিকর দিকগুলো থেকে রক্ষা পাওয়া যাবে।