ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৩:৪৬:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি ‘মাছ-মাংসের আশা করি না, শেষ ভরসা সবজিতেও আগুন’ দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

ঈদে টাকার অভাবে বাড়ি না যেতে পেরে আত্মহত্যা

| ১০ আশ্বিন ১৪২২ | Friday, September 25, 2015

ঈদে টাকার অভাবে বাড়ি না যেতে পেরে আত্মহত্যা  কালীগঞ্জ: ঈদে বাড়ি যাওয়ার মতো কোনো টাকা-পয়সা না থাকায় নাজমা বেগম নামে এক গৃহবধূ অভিমানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী হোসেন ব্রেকিংনিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নাজমার স্বামী রাজমিস্ত্রির সহকারী মানিক মিয়া ব্রেকিংনিউজকে বলেন, ‘আড়াই বছরের এক ছেলেসহ তাদের তিনজনের সংসার। সামান্য আয়ে সংসার চলে না। ঈদে বাড়ি যাওয়ার মতো কোনো টাকা-পয়সা হাতে ছিল না। তাই এবার গ্রামের বাড়িতে না যাওয়ার সিদ্ধান্ত নেই। বিষয়টি বউ মেনে নিতে পারেনি।’

মানিক আরও বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীকে ঘরে রেখে মালিকের কাছে পাওনা টাকা আনতে যাই। সেখান থেকে ফিরে দেখি নাজমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।’

সোহরাওয়ার্দী জানান, ‘নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আছমিতা গ্রামে। তার বাবার নাম জালাল উদ্দিন। তার অভিভাবকদের আসার জন্য খবর দেয়া হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে।’