ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:৩৪:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

| ২৫ আষাঢ় ১৪২৩ | Saturday, July 9, 2016

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ৯ দিন ব্যাপী ছুটি আজ শনিবার শেষ হচ্ছে।
আগামীকাল রোববার থেকে সরকারী অফিস-আদালত খুলবে।
আজ শনিবার সকাল থেকেই দূর দূরান্তের মানুষ বাস ট্রেন লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করেছেন। সকালে রাজধানীর সদরঘাট, ঢাকা রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালি, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে মানুষের রাজধানী ঢাকায় ফেরার দৃশ্য দেখা গেছে। ফাঁকা হয়ে যাওয়া ঢাকা আবার কর্মব্যস্ত হতে চলেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী চাকুরিজীবীদের টানা নয় দিনের ছুটি ১ জুলাই থেকে শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় সরকারী চাকুরিজীবীরা টানা নয় দিন এই ছুটি ভোগ করেন।
আগামীকাল অফিস-আদালত খুলবে । ঈদ উদযাপন শেষে মানুষ এখন ঢাকাসহ বিভিন্ন নগরীতে ফিরতে শুরু করেছেন। রাজধানীর রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালগুলো আবার সরব হয়ে উঠেছে। তবে ঈদের আগের ভিড় আর টিকেট পাওয়ার ঝামেলা এড়াতে আগে যারা পরিবার নিয়ে বাইরে যান নি, তারা ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়বেন।। এই আসা-যাওয়ার মাঝে রাজধানীতে ফেরা মানুষের ভিড়ই এখন স্টেশন ও টার্মিনালগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানী ঢাকায় আসতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে কিছুটা সময় লাগবে। ঢাকার প্রধান সড়কগুলোতে এখনও মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্ট খোলেনি। অধিকাংশ দোকানপাট খোলেনি। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।