ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১০:৪৫:৩৮

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

আ. লীগের আমলেই দেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে : ফখরুল

| ৬ অগ্রহায়ন ১৪২৪ | Monday, November 20, 2017

Image result for আ. লীগের আমলেই দেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

 

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে সংখ্যালঘু নির্যাতন বেশি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।রংপুরের ঘটনায় বিএনপির পক্ষ থেকেও তদন্ত টিম গঠন করা হবে বলে জানান মির্জা ফখরুল।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া, হরকলি গ্রামে বেশ কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে আজ সোমবার সকালে এসেছিলেন বিএনপি মহাসচিব। তিনি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ১০ হাজার করে টাকা ও শাড়ি-লুঙ্গি দেন।

হামলাকারী দুর্বৃত্তদের বিচার দাবি করে এ ঘটনায় সরকারি প্রভাবমুক্ত বিচার বিভাগীয় তদন্ত দাবি করে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিচার বিভাগীয় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই। তার মানে এই না আপনারা এমন লোককে দিয়ে তদন্ত করাবেন যেসব কারণে আপনার প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘যারা এসব ঘটায় তারা কীভাবে আসবে? আমি আশা করি এত বিশাল দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) দায়িত্বশীল কথা বলবেন। এই ইস্যুতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বিএনপি মহাসচিব সলেয়াশাহ গ্রামে গত ১০ নভেম্বরের ঘটনায় পুলিশের গুলিতে নিহত হাবিবুর রহমান হাবিবের বাড়িতে যান এবং তাঁর কবর জিয়ারত করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।