ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০২:০২:৩৭

আর্ন্তজাতিক যোগ দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলা শাখা

| ৭ আষাঢ় ১৪২২ | Sunday, June 21, 2015

স্বাস্থ্যরক্ষা ও মানসিক চাপ কমানোর উদ্যোগে আগামী ২১ জুন প্রথম বারের মত পালিত হতে যাচ্ছে আর্ন্তজাতিক যোগ দিবস। গত বছর ২৭ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২১ শে জুন কে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ডিসেম্বরে জাতিসংঘ দিনটিকে আর্ন্তজাতিক ভাবে পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্বের প্রায় ১৯০ টি দেশ নানা কর্মসূচী আয়োজনের মাধ্যমে মহাসমারোহে দিনটিকে উদযাপন করতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলা শাখা আগামী ২১ শে জুন রোববার বিকাল ৫.০০ টায় নারায়নগঞ্জ বন্দরস্থ শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রিচিং সেন্টারে বিশ্ব যোগ দিবস ২০১৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযো্দ্ধা কানাই লাল সরকারের সভাপতি্ত্ত্বে অনুষ্ঠানমালা ও আলোচনাসভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্মমহাসচিব মানিক চন্দ্র সরকার ।আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলার ছাত্র ও যুব মহাজোটের নেতৃবেন্দ। এছাড়া ভোর ৫ টায় মঙ্গল আরতি,বিকাল ৫.০০ টায়্র প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ৫.৩০মিঃ আলোচনাসভা ৭.০০ টায় যোগ গুরু রামদেবের যোগশিক্ষা ভিডও চি্ত্র প্রদশণী সহ যোগশিক্ষা প্রশিক্ষন লিফলেট বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদযাপিত হবে।উ্ক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।