ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:১০:৪৮

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

আমি একাই যথেষ্ট : শামীম ওসমান

| ৪ মাঘ ১৪২৪ | Wednesday, January 17, 2018

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় হকার বসা ও উচ্ছেদ নিয়ে হকার ও শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ওই ঘটনায় আহত হন স্বয়ং মেয়র সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মেয়রের ওপর হামলা হয়। পরে বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে।ওই সংঘর্ষেরই একপর্যায়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে হকারদের উদ্দেশে কথা বলেন সংসদ সদস্য শামীম ওসমান।

অভিযোগ উঠে ওই সংঘর্ষে হকারদের সঙ্গে একপর্যায়ে যোগ দেয় শামীম ওসমানের লোকজন।

শামীম ওসমান বলেন, ‘কেউ কেউ চাচ্ছে নারায়ণগঞ্জে গণ্ডগোল করে অশান্ত করতে। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না। হকাররা গরিব মানুষ। তারা বসতে চেয়েছে। যারা হকারদের ওপর হামলা করেছে, যারা হকারদের মাথার রক্ত ঝরিয়েছে তাদের বিচার আল্লাহ করবে। অনুরোধ করছি, সবাই পিছে যাও। নারায়ণগঞ্জকে অশান্ত করতে দেওয়া হবে না। আপনারা সবাই ধৈর্য ধরেন। নারায়ণগঞ্জকে অশান্ত করার সুযোগ কাউকে দিবেন না। আমি দেখেছি আজ অনেক বিএনপির ক্যাডার মাঠে আছে। দেখেছি বিএনপির মার্ডার কেসের আসামি, তাদের ভাইয়েরা সব নারায়ণগঞ্জের মেয়রের মিছিলে প্রবেশ করে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে। মেয়র বোকামি করতে পারে, আমি করব না।’

শামীম ওসমান আরো বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হৈচৈ না। সিটি করপোরেশনের হকাররা বসবে কি বসবে না এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি করপোরেশন সবাই মিলে ঠিক করবে। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। আপনারা আমাকে যদি সাহায্য করতে চান, ওদের দেখার জন্য আমি একলাই পারি, আপনাদের লাগবে না। দয়া করে পিছে যান, আমি দেখি কার কতটুকু সাহস আছে।’

শামীম ওসমান আরো বলেন, ‘আপনাদের অনুরোধ করছি আপনারা ফিরে শহীদ মিনারের সামনে বসেন। আপনাদের লাগবে না। এ সমস্ত ছোটখাটো গুণ্ডাপাণ্ডা মোকাবিলা করার জন্য আমি একাই যথেষ্ট। আমার সব চেনা আছে, জানা আছে। প্রশাসনের ভূমিকা, যেটা নিয়েছেন, সেটা নিয়েছেন। মনে রাখবেন যদি আমাদের মাঠে নামতে হয় তবে দুই-এক হাজার না, দুই-এক লাখ নামবে। হকারদের বলব আপনারা যান, কাল প্রতিবাদ সভা করবেন। যার যার শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যান। শহীদ মিনারের সামনে থাকেন। আমি রাস্তায় আছি। আমি দেখতে চাই কার কতটুকু ক্ষমতা হয়েছে।’