ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২০:০১:২৬

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

‘আগামী অধিবেশনেই বিচারপতি অভিশংসনের ক্ষমতা’

| ১০ ভাদ্র ১৪২১ | Monday, August 25, 2014

suronjit_5001_01.jpg

 সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্

সংসদের আগামী অধিবেশনেই সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার রাজধানীতে পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম।

সুরঞ্জিত আরও বলেন, ‘১৯৭২ সালের সংবিধানে বিচারপতি অভিশংসন ক্ষমতা ছিল। পরে সামরিক সরকার তা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীতেই এ ক্ষমতা ফিরিয়ে আনা উচিত ছিল; কিন্তু, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে তা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। আগামী সংসদ অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপির এত হইচই করার কিছু নেই। যে কোনো বিষয়ে হই চই করাই তাদের রাজনৈতিক শিষ্টাচার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, বিচারপতি অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হলে তিনি ভোট দেবেন। গণমাধ্যমে তার এমন মতামত থাকার পরও কেন বিরোধিতা।’

মওদুদ আহমদের এ বক্তব্যের পরে বিএনপির এ নিয়ে কথা বলার কিছুই নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রবীণ সাংসদ।