ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:২৫:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আইভরিকোস্টের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিরক্ষামন্ত্রীর কারাদন্ড

| ৬ মাঘ ১৪২৪ | Friday, January 19, 2018

আবিদজান: আইভরিকোস্টের ক্ষমতাচ্যুত নেতার সাবেক এক প্রতিরক্ষা প্রধানকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে বৃহস্পতিবার তাকে এ সাজা দেয়া হয়। খবর এএফপি’র।
সাংবিধানিক ব্যবস্থা নস্যাৎ বা পরিবর্তনের ষড়যন্ত্র করায় অপর তিনজন আসামির পাশাপাশি শক্তিমান নেতা লরেন্ট বাগবো সরকারের প্রতিরক্ষামন্ত্রী মইজ লিদা কোয়াসিকে আবিদজানের একটি আদালত দোষী সাব্যস্ত করে।
২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাসানি ওয়াতারার কাছে বাগবো পরাজিত হলেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে দেশটিতে মাসের পর মাস ধরে ব্যাপক সহিংসতা চলে। এক পর্যায়ে বাগবো ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। আইভরিকোস্টে দীর্ঘ এ রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৩ হাজার লোককে প্রাণ দিতে হয়।
জাতিসংঘ ও ফরাসি সৈন্যদের সহায়তায় বাগবোকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে সোপর্দ করা হয়। হত্যা, ধর্ষণ ও নির্যাতনসহ সেখানে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে।
এদিকে ২০১২ সালের জুন মাসে টোগো থেকে কোয়াসিকে গ্রেফতার করে তাকে আইভরিকোস্টে ফেরত পাঠানো হলে তার বিচার শুরু হয়।
আদালতের আদেশে বলা হয়, কোয়াসি ও তার সহযোগী আসামিরা সাবেক সরকারের সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ২০১২ সালের গোড়ার দিকে ষড়যন্ত্র করে ওয়াতারার সরকারকে উৎখাত করে।