ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:৫৬:৫২

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কখন শুরু করতে হয়?

| ১৮ আশ্বিন ১৪২৪ | Tuesday, October 3, 2017

 

আঁকাবাঁকা দাঁতের সমস্যায় অনেকেই ভোগেন। সাধারণত শিশু বয়স থেকেই সমস্যাটি শুরু হয়। আঁকাবাঁকা দাঁতের সমস্যা যেমন সৌন্দর্যহানি ঘটায়, তেমনি দাঁতের বিভিন্ন সমস্যা তৈরি করে।

এ সমস্যায় কখন চিকিৎসা করা প্রয়োজন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৫তম পর্বে কথা বলেছেন ডা. খালেদা আক্তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কখন থেকে শুরু করতে হবে?

উত্তর : শিশুদের দাঁত ছয় বছর থেকে ওঠা শুরু করে। এই ওঠা শেষ হয় ১৩ বছর বয়স পর্যন্ত। ১২/১৩ বছর পর্যন্ত আমরা বাচ্চাদের দাঁত পর্যবেক্ষণ করি। এ সময় আঁকাবাঁকা দাঁত উঠতে পারে। তখন আমরা বলি, ১২ বছর হলে অবশ্যই যেন পর্যবেক্ষণে থাকে। তার যেন আঁকাবাঁকা দাঁত না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। শুরুতেই এ চিকিৎসা শুরু করা যায়। এটি রোগীর জন্যও ভালো। চিকিৎসকের জন্যও ভালো।