ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৪:২১:২০

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তানের জন্ম!

| ৫ ফাল্গুন ১৪২৫ | Sunday, February 17, 2019

 

ইরাকের এক মা কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই একই সঙ্গে ছয় মেয়ে ও এক ছেলে জন্ম দিয়েছেন এবং তারা সবাই সুস্থ রয়েছে। ছবি : সংগৃহীত

একই সঙ্গে ছয় মেয়ে ও এক ছেলে সন্তান প্রসব করেছেন এক ইরাকি মা। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, অস্ত্রোপচার ছাড়াই তিনি একে একে সাত সন্তান জন্ম দিয়েছেন। সব সন্তান ও তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন।

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালি প্রদেশের একটি হাসপাতালে সাতটি সন্তান প্রসব করেছেন ২৫ বছর বয়সী এই মা। তবে ওই মায়ের নাম বলা হয়নি। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ছয় মেয়ে ও এক ছেলেকে নিয়ে সদ্য সন্তান জন্মদানকারী মা ভালোই আছেন। তবে সন্তান প্রসবের দিন তারিখ উল্লেখ করা হয়নি।

শিশুগুলোর বাবা ইউসেফ ফাদল বলেছেন, তাঁর স্ত্রী এবং তাঁর পরিবার বড় করার কোনো পরিকল্পনা ছিল না। তারপরও তাদের এখন থেকে ১০ শিশু সন্তানের দেখভাল করতে হবে।

একসঙ্গে সাত সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ইরাকের ইতিহাসে এই প্রথম এবং তারা সবাই সুস্থভাবে বেঁচে রয়েছে। কিছুদিন আগে লেবাননের সেইন্ট জর্জেস হাসপাতালে এক মা একই সঙ্গে তিন মেয়ে ও তিন ছেলে জন্ম দেন।

একসঙ্গে সাত সন্তান জন্মদান এবং মাসহ সবার সুস্থ থাকার ঘটনা আধুনিক পৃথিবীতে বিরল। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মোইনসে কেনি ও ববি ম্যাককাফি দম্পতির ঘরে একই সঙ্গে সাত সন্তান আসে এবং তারা সবাই সুস্থই ছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই পরিবারকে অভিনন্দন জানাতে হোয়াইট হাউসে ডেকেছিলেন।