ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৪:০১:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী ফোর্বসের শীর্ষ ক্ষমতাধর নারীদের তালিকায় শেখ হাসিনা ৪৬তম বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

অসাম্প্রদায়িক সংস্কৃতিই বাঙালি জাতিসত্তার ভিত্তিভূমি : উপাচার্য ড. হারুন-অর-রশিদ

| ২৯ ফাল্গুন ১৪২২ | Saturday, March 12, 2016

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, অসাম্প্রদায়িক সংস্কৃতিই বাঙালি জাতিসত্তার ভিত্তিভূমি।

তিনি আজ ঢাকার সরকারি সংগীত কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত:কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীদের উদ্দেশে বক্তৃতাকালে এ কথা বলেন।
উপাচার্য বলেন, আমাদের বাঙালিদের যেমন একটি উন্নত ভাষা রয়েছে, তেমনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির দিক থেকেও আমরা অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘ পরিসরে বিস্তৃত এক মিথস্ক্রীয় প্রক্রিয়ায় যে সংশ্লেষণাত্মক অসাম্প্রদায়িক সংস্কৃতির বন্ধন গড়ে উঠেছে, তাই হচ্ছে অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার ভিত্তিভূমি।
তিনি বলেন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে রুখতে হলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িকতার আদর্শকে সুদৃঢ় করতে হবে। এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে আন্তঃকলেজ সাহিত্য- সংস্কৃতি-ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অব্যাহত থাকবে।
চূড়ান্ত প্রতিযোগিতার এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান-উর-রশীদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীত কলেজের অধ্যক্ষ শামিমা পারভীন, নাট্যাভিনেতা অধ্যাপক রহমত আলী সহ বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-শিল্পী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি থেকে দুই হাজার দুইশ’ কলেজের মধ্যে ৮টি বিষয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে জেলা, বিভাগ পর্যায় শেষে আজ জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৪,৩৬০ জন প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ ৬৪ জন শিক্ষার্থী ৮টি বিষয়ে এতে অংশগ্রহণ করেন।
আগামী ১৯ মার্চ বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।