ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:৩১:৪০

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

অবশেষে হাইকোর্টে জামিন পেলেন লতিফ সিদ্দিকী

| ১২ জ্যৈষ্ঠ ১৪২২ | Tuesday, May 26, 2015

দীর্ঘদিনজেলে থাকার পর অবশেষে জামিন পেলেন আওয়ামী লীগের অপসারিত মন্ত্রী আবদুললতিফ সিদ্দিকীঅ জেলে থাকাকালীন অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালেও ছিলেনতিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাতটি মামলায়ন এতদিন জেলে ছিলেন লতিফসিদ্দিকী। জামিনের জন্য তার

করা আবেদনের শুনানী শেষে মঙ্গলবার দুপুরেবিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাকেঅন্তবর্তীকালীন এই জামিন দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানী করেনব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে জামিন আবেদনের বিপক্ষে শুনানী করেনঅ্যাডভোকেট আবেদ রাজা। আদালত সূত্রে জানা যায়, ঢাকার আদালতে দায়ের করাছয়টি মামলা এবং নারায়ণগঞ্জের আদালতে একটি মামলায় অন্তর্বতীকালীন জামিন পানতিনি। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতিরমতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তবলিগ জামাতেরঘোরবিরোধী। হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদিআরব গেছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশনকরতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। এ্যাভারেজে যদিবাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটিটাকা খরচ হয়।” এ সময় হযরত মুহম্মদ (স.) সম্পর্কে তিনি বলেন, “আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবেচলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরাপ্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্য দিয়ে একটা আয়ের ব্যবস্থাহবে।” লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেওকটূক্তি করেন। তার এ বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি এসাতটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায়ও বেশ কয়েকটিমামলা করা হয়। ২০১৪ সালের ২৩ নভেম্বর রোববার রাত ৮টা ৪০ মিনিটে ভারতথেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্নসংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেফতার দাবি জানায়। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায়আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়। অবশেষে লতিফসিদ্দিকীর জামিন আবেদনের শুনানী শেষে দীর্ঘ ৬ মাস পর মুক্তি পেলেন তিনি।