ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:০৮:১১

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

অনিচ্ছাকৃত খুনের মামলায় পাঁচ বছরের সাজা সলমনের, পরে দু দিনের জামিন দিল বম্বে হাইকোর্ট

| ২৩ বৈশাখ ১৪২২ | Wednesday, May 6, 2015

অনিচ্ছাকৃত খুনের মামলায় পাঁচ বছরের সাজা সলমনের, পরে দু দিনের জামিন দিল বম্বে হাইকোর্টওয়েব ডেস্ক: প্রথমে দোষী সাব্যস্ত, পরে পাঁচ বছরের জেল, তারপর জামিন। হিট অ্যান্ড রান মামলায় বুধবার একের পর এক খবর আসতে চলেছে।  হিট অ্যান্ড রান কেসে পাঁচ বছরের জেল হয় সলমন খানের। সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২৫ হাজার টাকার জরিমানা। পরে বোম্বে হাইকোর্টে দু দিনের অন্তর্বতী জামিন পেয়ে যান সল্লু। শুক্রবার ফের বোম্বে হাইকোর্টে শুনানি হবে। নিম্ন আদালতের নিদ্রেশের নথি আসার পর ফের শুনানি হবে।

মামলার ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন সলমন খান। আদালত মেনে নিল যে, দুর্ঘটনার দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সলমন খান।

সলমনের বিরুদ্ধে সব অভিযোগ সত্য বলে মন্তব্য বিচারপতির। লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন। রায় শুনে কেঁদে ফেলেন সলমন। জামিনের জন্য হাইকোর্টে আবেদন করতে পারবেন

বুধবার সকাল ১১টা নাগাদ রায় ঘোষণা করেন সেশন কোর্টের বিচারক ডি. ডব্লিউ দেশপাণ্ডে। সলমনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই প্রমাণিত হয়েছে।

মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার সময় লাইসেন্স ছিল না সলমনের।
অনিচ্ছাকৃত খুনের জন্য ৩০৪ ধারায় দোষী সব্যস্ত হলেন সলমন।

মামলা চলাকালীন সলমনের ড্রাইভার অশোক সিং জানিয়েছিলেন সলমন নন, তিনি সেদিন রাতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। কিন্তু সাক্ষ্যপ্রমাণ দেখে সলমনকেই দোষী সব্যস্ত করেছে আদালত। এই মামলায় দোষী সব্যস্ত হওয়ায় অন্তত ১০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সলমনের। আদালতে উপস্থিত থাকা সলমনের এক অনুরাগী জানান, সকাল থেক হালকা মেজাজে থাকলেও রায় ঘোষণার পরই ভেঙে পড়েন সলমন। সরকারী আইনজীবী সলমনের দশ বছরের সাজা দাবি করেন।

http://zeenews.india.com/bengali/entertainment/salman-khan-gets-5-yrs-in-jailwill-have-to-move-hc-for-bail_127391.html